তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডাকবাংলোর পিকনিক কর্ণারে বেরং কমপ্লেক্স এ মতবিনিময় সভার আয়োজন করে তেঁতুলিয়া প্রাথমিক শিক্ষক সমিটি।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোকবুলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা সভাপতি মো. আসলাম, সাধারণ সম্পাদক মনিরুল হক মনির এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন জুলফিকার প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা প্রাথমিক সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষকরা দেশ ও জাতি গঠনের কারিগর, তারা অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়ে পাঠদান প্রদান করেন, কিন্তু তাদের বেতন ভাতা তুলনামূলক অনেক কম। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে সরকার ইতিপূর্বে ১০ম গ্রেডের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। প্রধান শিক্ষক পদকে যেন দ্রæত ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত করে গ্রেজেট আকারে প্রকাশ করা হয় এবং সহকারী শিক্ষককে দ্রæত ও স্বল্প সময়ের মধ্যে যেন পদোন্নতি প্রদান করা হয় এসব বিষয় নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন।
Posted ১:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি