| বুধবার, ০৬ মে ২০২০
সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু- বাংলাপাড়া গ্রামের মানুষের জন্য ৮০০ শত পরিবারের মাঝে রমজানের খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৬ মে) সকালে আমেরিকা প্রবাসীদের সংগঠন বায়োনিক সোলজারস’এর সার্বিক সহযোগিতায় আমেরিকা প্রবাসী শাহজাদপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন হোসেন’এর উদ্দ্যোগে এ খাদ্য সামগ্রীবিতরণ করা হয় । করোনা ভাইরাসেেট কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত দুর্ভোগে কর্মহীন অভাবগ্রস্থ মানুষের জন্য ৮০০ শত পরিবারের মাঝে রমজানের খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
এখাদ্য-সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজী চাউল,৪ কেজী আটা,১ লিটার তেল,১ কেজী আলু,৫০০গ্রাম ডাউল,৫০০ গ্রাম ছোলা,১ পাতা ঔষধ, এসময় অভাবী মানূষ গুলো খাদ্য-সামগ্রী পেয়ে খুশি হয়ে প্রবাসী ভাইদের জন্য মহান আল্লাহ তা’য়ালার নিকট তাদের জন্য মঙ্গল কামনা করেন।
Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি