তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
তেঁতুলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে লোড-আনলোডের এক শ্রমিক। নিহত শ্রমিকের নাম বাবু (২৫)। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের ফরেস্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু বর্তমান সদর ইউনিয়নের গবরা ব্রীজ সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের গোলাম মোস্তাফার পুত্র। পঞ্চগড়ের টুনিরহাট থেকে এসে ডাঙ্গাপাড়ায় বাড়ি করে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চা শ্রমিকরা কাজ করতে গিয়ে ফরেস্টের মাঝখানে এক গাছে লাশ ঝুলতে দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নামিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করে।
জুয়েল নামে একজন জানান, বাবু লেবার অফিসে শ্রমিকের কাজ করে। তারা মূলত পঞ্চগড়ের টুনিরহাট এলাকার বাসিন্দা। এখানে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছে। আমি এলাকায় ভাড়া বাড়িতে থাকি। কয়েকদিন আগে তার বাবার কাছ থেকে শুনেছিল বাবু মানসিকভাবে অসুস্থ। তিন মাস তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছিল।
এ বিষয়ে নিহতের বাবা গোলাম মোস্তফার সাথে কথা বললে তিনি ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে কিছু বলতে পারেননি।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Posted ১:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি