| বুধবার, ০৩ জুন ২০২০
আঃ হাই বখশ
ফাগুন এসেছিল জীবনে বারবার।
পাতা-পল্লবে, শাখা প্রশাখায়,
জীবনও দিয়েছিলো ভরে।
এসেছে কলিরা,
ফুটেছে ফুলেরা,
ফল-ফুলে গিয়েছিল ভরেজীবনের প্রতিটি শাখায় শাখায়।
বর্ষা এসেও ধুয়ে-মুছে করেছে ছাফ,
আশে-পাশে লেগে থাকা ধুলো-বালি সব।
দিয়েছে শক্তি অফুরান,
শিকড়ে দিয়েছে পলি।
শরৎও জীবন-নদীর তট কাশ ফুলে দিয়েছে ভরি।
হেমন্তও জীবন-নবান্নে দিয়েছে সুখ কাড়ি কাড়ি।
শীতের শিশির ভেজা সোনালী সকালজীবন-ভেলা দিয়েছে মিষ্টি আলোয় ভরি।
তারপরও চৈত্রের খরতাপ কখনোবুকের পানি নিয়েছে চুষি।
কালবৈশাখীর দূরন্ত তান্ডবী-ঝড়সুখের জীবনকে করেছে তছনছ।
এরপরও বেঁচে আছি——–বর্ষা, শরৎ, হেমন্ত, শীত,
বসন্তের অফুরান দেয়া সাহসে হয়ে বলিয়ান।
Posted ২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি