হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
‘‘শেখ হাসিনার বার্তা,নারী পুরুষ সমতা’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী মহিলা বিষয় অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে (২০২০-২০২১) অর্থবছরের কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল জানান, পৌরসভায় বসবাসরত কর্মজীবি ল্যাকটেটিং মাদার ৫শত জনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রী হিসেবে হ্যান্ড সেনেটাইজার,মাস্ক,ওরস্যালাইন ও গুড়দুধ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। আজ ১শত জনের মাঝে এসব স্বাস্থ্য উপকরণ বিতরন করা হলো।
Posted ১২:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি