| শুক্রবার, ২২ মে ২০২০
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন করে আরো তিনজনের করোনা সংক্রমন ধরা পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পরীক্ষায় প্রায় ১৫৫ জনের মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ৬ জনের। অপেক্ষমান রয়েছেন ৯ জন। আইসোলেশনে থাকা হৃদয় অধিকারীর মা বাবাও আক্রান্ত হয়েছেন করোনায়। ফেঞ্চুগঞ্জ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে ৩ জনকে।
শুক্রবার(২২) মে সকালে হৃদয় অধিকারীর মা শিখা অধিকারী ও বাবা কৃষ্ণ অধিকারী এবং পাশের বাসার লিলি দেবনাথকে আইসোলেশনে নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্রের প্রধান ডা. কামরুজ্জামান।
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষ্ণ অধিকারীর প্রতিবেশীরা জানান, দোকানের জন্য ঈদের কেনাকাটায় ঢাকা ঘুরে এসেছেন কৃষ্ণ ও তাঁর ছেলে হৃদয়। অনুরূপভাবে হৃদয়ের সহপাঠীরাও জানায় কিছু দিন থেকে হৃদয়কে ঘুরতে দেখেননি তাঁরা।
নতুন আক্রান্তরা হলেন ১৭ মে করোনা পজেটিভ আসা যুবকের মা,বাব,ও তার এক প্রতিবেশি।
এর আগে গত ১১ প্রথম উপজেলা হাসপাতালের একজন সেবিকার প্রথম করোনা ধরা পড়ে।
Posted ১:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি