| বুধবার, ২৯ এপ্রিল ২০২০
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন তাঁর নির্বাচনী এলাকার মোহাম্মদ আলী নামে এক রিক্সাওয়ালার ফোনে পেয়ে হঠাৎ তার বাড়িতে পৌছে যান। যদিও রিক্সাওয়ালা বাড়িতে তখন উপস্থিত ছিলনা তথাপি মোহাম্মদ আলীকে একটি পাকা ঘর দেবার সিদ্ধান্ত জানান। শুধু তাই নয় উক্ত বাড়িতে একটি পুরাতন অকেজো সাইকেল দেখে মোহাম্মদ আলীর স্ত্রীকে এমপি তুহিন জিজ্ঞাসা করলে জানতে পারেন, এই সাইকেলটি দিয়ে তাদের ছেলে মেয়েরা স্কুলে যেত। তবে টাকার অভাবে সাইকেলটি মেরামত করাতে পারছেনা। সেজন্য সংসদ সদস্য তাদেরকে নগদ ১ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। জানাযায়, সোমবার উক্ত রিক্সাওয়ালা এমপি তুহিনকে মুঠো ফোনে কল দেন। তখন এমপি তুহিন নিজের পরিচয় গোপন করে রিক্সাওয়ালার বিস্তারিত তথ্য শুনেন এবং এরই প্রেক্ষিতে হঠাৎ তিনি মোহাম্মদ আলীর বাড়িতে পৌছেন। তিনি দেখলেন যে, মোহাম্মদ আলীর থাকার ঘরটি টিনের জোড়াতালির বেড়া দিয়ে কোনমতে দিনপাড় করছে। তাই তিনি মোহাম্মদ আলীকে দ্রুত একটি পাকা ঘর দেবেন বলে মোহাম্মদ আলীর পরিবারকে জানান। মোহাম্মদ আলীর স্ত্রী সংসদ সদস্যকে দেখে বলেন, “এতদিন হুনছি এমপি খুব ভালা মানুষ, এজন্যই গতবার নৌকায় ভোট দিছিলাম “। দোয়া করি আল্লাহ উনাকে ভালা রাখুক। ” এ সময় খবর পেয়ে নান্দাইল উপজেলা যুবলীগের সেক্রেটারী মোজাম্মেল হক বাচ্চু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম মামুন, রিয়েজুল ইসলাম রিয়েল ও সোহাগ আকন্দ উপস্থিত ছিলেন।
Posted ৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি