| শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (৩০ অক্টোবর) আসরের নামায শেষে উপজেলার চৌরাস্তায় ঈমান আকিদা রক্ষা কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মো.মোখলেসুর রহমান ও বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মো. আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।
এসময় বক্তারা ধর্মপ্রাণ মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য আহবান জানান। তারা আরও বলেন, ফ্রান্সের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। সারা বিশ্বে যতবার হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করা হয়েছে জাতিসংঘ তার কোন বিচার করেনি। মুসলমানদেরকে সারা বিশ্বে নির্যাতন করা হচ্ছে জাতিসংঘ এর বিচার করছে না। ফ্রান্সের পন্য বর্জন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
Posted ১২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি