আবু নাঈম | রবিবার, ১৪ মার্চ ২০২১
এবারের বই মেলায় আসছে আলোচিত ছড়াকার ও কবি রাকিবুল এহছান মিনার’র লেখা কাব্যগ্রন্থ ‘চেহারায় মানুষ’।
বইটি প্রকাশ করেছে ‘আলোর ঠিকানা’ প্রকাশন। এটি বই মেলার ৩৬৩ নং স্টলে পাওয়া যাবে।
ইতিমধ্যে বইটির প্রি অর্ডার শুরু করেছে প্রকাশনা সংস্থা আলোর ঠিকানা। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বই বাজার প্লাটফর্ম থেকেও সংগ্রহ করা যাবে।
কবি জানান, ‘চেহারায় মানুষ’ তার তৃতীয় কাব্যগ্রন্থ। বইয়ে মোট ৪৫টি কবিতা স্থান পেয়েছে। ইতমধ্যে বইটির প্রচ্ছদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ও শেয়ার হচ্ছে। বইটি নিয়ে বেশ আশাবাদী তিনি।
কবি রাকিবুল এহছান মিনার বলেন, ’বইটিতে মানুষ রূপি অমানুষদের মুখোশ উন্মোচন করা হয়েছে। আবার যারা সত্যি কারের মানুষ তাদের নিয়েও লেখা হয়েছে। আশা করছি এটি পাঠকপ্রিয় হয়ে উঠবে।’
এর আগেও ‘নিজেকে গড়ো’ ও ‘ছন্দে গাঁথা বারুদ’ নামে কবি মিনার’র আরো দুটি কাব্যগগ্রন্থ প্রকাশ হয়েছিলো। সেগুলো প্রকাশ করেছিলেন অন্যধারা পাবলিকেশন্স ও ইকামাহ প্রকাশনী।
Posted ২:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি