তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | সোমবার, ৩১ মে ২০২১
সারাদেশের ন্যায় তেঁতুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলাটি। খেলায় শালবাহান ইউনিয়ন বনাম দেবনগর ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করে পেনাল্টি গোলে শালবাহান ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলাটির রেফারির দায়িত্বে ছিলেন সাজেদার রহমান রাজু, আব্দুর রাজ্জাক।
ফাইনাল খেলা অনুষ্ঠানে কাজী মতিউর রহমানের সঞ্চালনায় নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া, ওসি তদন্ত বেনজির আহমেদ, সাবেক ক্রীড়া সম্পাদক ও জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, শালবাহান ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান লিটন ও তেঁতুলিয়া জার্নালিস্ট’স সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল ব্যক্তিবর্গ।
Posted ২:৩০ অপরাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি