রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল) : | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
বরিশাল-বানারীপাড়া সড়কের সাইনবোর্ড নামক স্থানর ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় বানারীপাড়াগামী মিনি ট্রাকটি এক পথচারী নারী(৭০)কে চাপাদেয়।এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দোকানের মধ্যে গিয়ে আটকে যায়।
এসময় দুটি দোকান ভেঙ্গে যায়।ঘটনা স্থলে আরো দুজন আহত হলেও অন্যান্যরা কোনভাবে প্রানে রক্ষাপায়। ট্রাক ড্রাইভারের পা ভেঙ্গে গেছে বলে জানাগেছে। নিহত ওই নারী উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী বলে জানা গেছে।
Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি