তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় খাস খতিয়ানের জমি অবৈধ দখলের দায়ে জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ জমি উদ্ধার অভিযানে ১০ ব্যক্তি হারালেন নির্মিত বাসভবন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযানে জেলা পুলিশ, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহাগ চন্দ্র সাহা।
প্রশাসন জানায়, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপির অন্তর্গত পাগলীডাঙ্গী হাটের সায়রাত রেজিস্টারভূক্ত ১নং খাস খতিয়ানের সরকারি জমি অবৈধ দখলদারদের নিকট হতে উদ্ধারের নিমিত্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাটের ০.৩১৮২ একর জমিতে থাকা ১০ (দশ) জন ব্যক্তি’র দোতলা পাকাভবন, অর্ধনির্মিত ভবন, চার চালা সেমিপাকা ঘর, চার চালা টিনের ঘর, দুই চালা টিনের ঘর, এক চালা ছাপরা, দুই চালা ছনের ঘর ও ইটের দেয়ালসহ অবৈধ স্থাপনা সমূহ অপসারণ করা হয়।
Posted ১:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি