| সোমবার, ১৮ মে ২০২০
তেঁতুলিয়া প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতে কর্মহীন হয়ে পড়া গরীব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে সিপাইপাড়া হাইস্কুল মাঠে প্রায় সাড়ে চারশ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় ত্রাণ বিতরণের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, ভাইস -চেয়ারম্যান ইউসুফ আলী, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খোদা মিলন প্রমুখ।
এসময় বাংলাবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় সাড়ে চারশ গরীব ও দুস্থ মানুষের মাঝে প্রত্যেকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি