পঞ্চগড় প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
আজ বৃহস্পতিবার পঞ্চগড় থেকে রাজশাহী রুটে প্রথমবারের মতো চালু হচ্ছে আন্তনঃনগর ট্রেন ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’।বৃহত্তর দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগের সুবিধার জন্য এই নতুন ট্রেনের নামকরণ করা হয়েছে ‘বাংলাবান্ধা’। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ছেড়ে যাবে সকাল সাড়ে ৮টায়। ট্রেনটি রাজশাহী পৌঁছবে ৯ ঘণ্টা পর। আবার রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস ছাড়বে রাত সাড়ে ৯টায়। রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন পঞ্চগড় থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। রেলের একটি সূত্র জানিয়েছে, ট্রেনের চলমান ভাড়াই এই রুটে নির্ধারণ করা হবে। সুলভ শ্রেণিতে একজন যাত্রী ১৭০ টাকায় পঞ্চগড় থেকে রাজশাহী যেতে পারবেন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রেলপথমন্ত্রীর নিজ জেলা পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার নামের সঙ্গে মিল রেখে নিজেই এই ট্রেনের নামকরণ করেছেন ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। পঞ্চগড় থেকে রাজশাহী পর্যন্ত নতুন ট্রেন সার্ভিস চালু হতে যাওয়ায় পঞ্চগড়বাসীসহ উত্তরাঞ্চলের মানুষের ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর পর দীর্ঘদিনের আরেকটি প্রত্যাশা পূরণ হচ্ছে। ট্রেনটি উভয় পথে পঞ্চগড়, কিসামত, রুহিয়া, ঠাকুরগাঁও রোড, শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগড়, নাটোর, আব্দুল্লাহপুর ও রাজশাহীসহ ২১টি স্টেশনে থামবে।
Posted ৩:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি