| বুধবার, ২৯ এপ্রিল ২০২০
পঞ্চগড় প্রতিনিধি
সম্প্রতি করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া ৬ জন বাংলাদেশী নাগরিক বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরছেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন তাঁরা।
ইমিগ্রেশন সুত্রে জানা যায়, ভারত ফেরত ৬ জনের
মধ্যে একজন চিকিৎসাধীন রোগী হওয়ায় মেডিকেল অফিসারের প্রত্যয়নপত্র মোতাবেক তার পরিবারের আরো তিন জন সদস্যকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের জন্য তাদের নিজ জেলায় প্রেরণ করা হয় এবং অপর ২ জন ব্যক্তিকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. মাসুদুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু কাসেম, বাংলাবান্ধা স্থলবন্দরের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার, এনএসআই’র সহকারী পরিচালক ও ইমিগ্রেশন ইনচার্জ উপস্থিত ছিলেন।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি