পঞ্চগড় প্রতিনিধি | বুধবার, ১৬ জুন ২০২১
দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধাকে নতুন রুপে সাজানোর অঙ্গিকার করলেন আমদানি-রপ্তানীকারক গ্রæপের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার বেলা ১১টায় ডাকবাংলোর রেরং কমপ্লেক্সে জেলা-উপজেলার শীর্ষ গণমাধ্যমের সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ের আয়োজনের মধ্য দিয়ে এই নতুন পরিকল্পনা প্রকাশ করেন তারা।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানীকারক গ্রæপের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন নতুন কমিটির পরিচিতি তুলে তার বক্তব্যে বলেন, ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং ভারত, নেপাল, ভূটান এবং চীনের সাথে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের জন্য নতুনভাবে উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা করেছি আমরা। সরকার বাংলাদেশের স্থল বন্দরগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
এ সময় তিনি স্থলবন্দর ও জেলার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের স্বাস্থ্য নিয়ে লেখার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, কোষাধক্ষ্য মোজাফ্ফর হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আমদানি-রপ্তানীকারক গ্রæপের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, দপ্তর সম্পাদক মানিক ও নর্দান বাবুসহ অনেকে। এই মতবিনিময় সভায় প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।
এসময় গণমাধ্যমকর্মীরা বাংলাবান্ধা স্থলবন্দরের সম্ভাবনা ও সমস্যা তুলে ধরে বিভিন্ন মতামত ও প্রশ্ন উত্থাপন করে সেগুলো বাস্তবায়নে আশ্বাস দেন সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।
Posted ১:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি