তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
পঞ্চগড়ের তেঁতুলিয়ার অসুস্থ বাউল শিল্পী শাহাজাহানের চিকিৎসার খরচের ভার নিয়ে পাশে দাঁড়ালেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। বুধবার বিকেলে চিকিৎসা বাবদ দেড় লক্ষ টাকার পুরোটাই বাউল শাহাজাহানের একাউন্টে পাঠিয়েছেন তিনি ।
দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাউল শিল্পী শাহজাহান। মহামারী করোনার কারণে বেকার হয়ে যাওয়ায় অভাব-অনটন বাসা ভাড়াও দিতে পারছিলেন না। অন্যদিকে টাকার অভাবে চিকিৎসার টাকাও সংগ্রহ করতে পারছিলেন না তিনি। ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এমন সংবাদ পেয়ে পুলিশ সুপার এগিয়ে আসেন ।
বাউল শিল্পী শাহাজাহান পঞ্চগড়ের একজন সুপরিচিত বাউল শিল্পী। তার গ্রামের বাড়ি তেতুলিয়ার দর্জিপাড়া গ্রামে। তিনি লালনের গান, বাউল এবং কবি গান করেন। জেলা শহর পঞ্চগড়ের একটি ভাড়া বাসায় থাকেন দরীদ্র এই শিল্পী । গানই তার পেশা । গান করেছেন রেডিও, টেলিভিশন এবং সিনেমায়। করোনা সংকট কালে তিনি বেকার হয়ে পড়েন ।
পুলিশ সুপারের মানবিক চিকিৎসা সহযোগিতা পেয়ে বাউল শিল্পী শাহাজাহান চোখের জল মুছতে মুছতে জানান, খুব সংকটে ছিলাম। পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছিলাম। আমার চিকিৎসার জন্য ফেসবুক, পত্রিকায় খবর প্রকাশের পর পুলিশ সুপার স্যার বিকেলে আমাকে অফিসে ডেকে পাঠান। আমি গেলে আমার ব্যাংক একাউন্ট নাম্বার নিয়ে চিকিৎসার ব্যায় ভার বহনের ব্যাপারে আশ্বস্ত করেন ।
পুলিশ সুপার মহোদয় ব্যাংক একাউন্টে চিকিৎসার টাকা পাঠিয়েছেন। আল্লাহ তার ভালো করুক। পুলিশ সুপারের এমন মহৎ উদ্যোগের কথা শুনে খুশি পঞ্চগড়ের শিল্পী সমাজ । বাউল মানিক খা জানান, পুলিশ সুপার আমাদের আতœবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তার এই মহৎ উদ্যোগের কথা চিরকাল মনে রাখবো।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি