পঞ্চগড় প্রতিনিধি | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বর সেজে নতুন বউকে বাসর রাতে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবুল হোসেন (১৯) নামে এক যুবক (বর)। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।
ঘটিনাটি ঘটেছে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া এলাকায়।
মৃত বাবুল হোসেন একই এলাকার সফিজুল ইসলামের ছেলে ৷
পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়,বাবুল হোসেন গতকাল শুক্রবার রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দিনবাজার এলাকার সবার উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। পরে রাতে বর-কনে ও কনের সাথে আসা তার দাদী (দানিবুড়ি) শামসুন্নাহা, বরের দুলাভাই (হুসেন) ও দুটি বাচ্চা তারা সবাই এক ঘরে ছিল৷ এসময় বাসর রাতে ঘরে থাকা নিয়ে পরিবারের সদস্যদের সাথে বাবুলের মনোমালিন্য হয়৷ পরে তারা সবাই এক সাথে সাথে ঘুমায়। এদিকে বাবুল রাতের এক সময় সবার অগোচরে রান্না ঘরে গিয়ে সরের (বাঁশে) সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ পরে আজ শনিবার ভোর রাতে পরিবারের লোকজন বাবুলকে হঠাৎ করে রান্না ঘরের সরের সাথে ঝুলতে দেখে চিৎকার করে এবং সবাই মিলে তার লাশ নামিয়ে ফেলে। এদিকে খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন৷
এবিষয়ে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জানান,শাহকিলুর রহমান জানায়,পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিবারের লোকজনের কথাবার্তা ত্রুটিপূর্ণ ও ফাঁস লাগানোর স্থানটি নিয়ে সন্দেহজন মনে হলে লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণা করা হয়েছে,এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বাবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা সকালে খবর পাই বিয়ের রাতেই বাবুল নামে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে,এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করলেও থানায় একটি ইউডি মামলা দায়ের কর হয়েছে । তবে আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু আসল কারন জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷
Posted ১১:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি