| বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
মোঃ শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম এবং টাঙ্গাইল জেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞার ২য় মৃত্যু বার্ষিকী ও পবিত্র শবে বরাদ স্মরণে করোনা বিস্তার রোধে লকডাউনকৃত বাসাইল ও সখিপুর উপজেলার কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পারিবারিক অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯এপ্রিল) বিকেলে বাসাইল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও বাসাইল পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে এই খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঘরে ঘরে পৌছে দেওয়া হবে।
উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর এলাকার ৩৫০টি পরিবারের সকলের জন্য ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু, ১কেজি পিয়াজ, আধা কেজি লবন এবং একটি করে সাবান বিতরনের জন্য দেওয়া হয়েছে।
এছাড়া মঙ্গলবার (৭এপ্রিল) সখিপুর উপজেলার ৮টি ইউনিয়ন এবং পৌর এলাকায় মোট ৪৫০টি পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, বাসাইলের কৃতিসন্ত্রান বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা ২০১৮সালের ৯এপ্রিল ইন্তেকাল করেছেন।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি