শরীফুজ্জামান,বাসাইল(টাঙ্গাইল) | সোমবার, ২২ মার্চ ২০২১
টাঙ্গাইলের বাসাইলে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় পুষ্টিচাল সরবরাহ শীর্ষক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুুপুরে বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এতে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন এর সভাপতিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন প্রমূখ।
এছাড়াও অবহিতকরন সভায় বাসাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে নিয়োজিত ট্যাগ অফিসারবৃন্দ, ইউনিয়ন ভিত্তিক নিয়োগপ্রাপ্ত ডিলারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সূচনা বক্তব্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, আমাদের দেশের জনগনের দৈনিক যে পরিমান ভিটামিন ও খনিজ উপাদান গ্রহন করা প্রয়োজন তা অনেকেই গ্রহন করতে পারে না। এ কারনেই পুষ্টিচাল বিষয়টি সকলের মাঝে জনপ্রিয় করা প্রয়োজন। সে লক্ষে বর্তমান সরকার গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, পুষ্টি চালের গুরুত্ব প্রয়োজীনয়তার করা মাথায় রেখেই সরকার ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচীর মাধ্যমে পুষ্টিচাল বিতরনের ব্যবস্থা গ্রহন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মার্চ/২০২০ হতে খাদ্য বান্ধব কর্মসূচীতে সারাদেশে ১০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরন কার্যক্রম শুরু করেছে।
Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি