| শুক্রবার, ২২ মে ২০২০
মোঃ শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল)ঃ টাঙ্গাইলের বাসাইলে ‘বাসাইল স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বিএসএডি)’-এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র ৭৪টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত দুইদিনে উপহার সামগ্রী হিসেবে বাসাইল পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়নে সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে পোলাও চাল ১কেজি, ১লিটার তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১কেজি পেঁয়াজ ও ১টি সাবান দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সিয়াম বলেন, ‘করোনার এই মহামারীর সময়ে আমরা অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তার উদ্যোগ নিই। এই কাজে সংগঠনের সদস্য ছাড়াও সংগঠনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’
সংগঠনের সভাপতি তানজিম খান প্রান্ত বলেন, ‘আমরা বিভিন্ন সময় অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও সহযোগীতা করার চেষ্টা করি। আমাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
Posted ১২:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি