শরীফুজ্জামান, বাসাইল, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে ৭শত দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন টাঙ্গাইল-৮ ( বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। বুধবার (২২ এপ্রিল) সকালে খাদ্য সহায়তার এসব প্যাকেট উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড আ’লীগের জোষ্ঠ নেতাদের হাতে তুলে দেয়া হয়।
সাংসদ জয়ের অনুসারী উপজেলা আ’লীগের নেতারা জানান, করোনা দূর্যোগ মোকাবেলায় বাসাইলের সাধারন মানুষকে সহায়তার লক্ষে ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি মসারী ডাউল, ৫ কেজি চাউল, ২ কেজি আলু এবং ১টি সাবানসহ একটি করে প্যাকেট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এলক্ষে প্রতিটি ওয়ার্ড আ’লীগের জোষ্ঠ নেতাদের কাছে প্যাকেটগুলি দেয়া হয়। তারা নিজ এলাকার দরিদ্রদের ঘরে ঘরে এসব খাদ্য সহায়তা পৌছে দেবেন।
এব্যাপারে অনুপম শাহজাহান জয় বলেন, বাসাইল-সখিপুরের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যের মতন। দেশের এই দুর্যোগের সময় আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যহত থাকবে।