| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
মোঃ শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল:
“মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য ” এই সত্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে করোনা মোকাবেলায় লকডাওনকৃত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপজেলার বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ২০১১, ১২,১৩,১৪,১৫ এবং ২০১৬ এর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বাসাইল স্টুডেন্ট কøাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার (২০এপ্রিল) দিনব্যাপি উপজেলার দুস্থ ও অসহায় ৬৮টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল-৫কেজি, তৈল-১লিটার, পিয়াজ-১কেজি, আলু-১কেজি, ডাল-আধা কেজি এবং সাবান এক পিছ।
বাসাইল স্টুডেন্ট ক্লাবের পক্ষে এই কাযক্রম পরিচালনা করেন শাকিল হাসান তুষার, ইসতিয়াক নিশাত, দিপ্ত খন্দকার, রনি আহমেদ, আব্দুল কাদের , শাহাদত হোসেন, আল আমিন ও তন্ময় প্রমূখ।
Posted ১০:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি