| মঙ্গলবার, ০৫ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধিঃ
এপ্রিল মাসজুড়ে বাংলাদেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ছিল। এতে যে শ্রমিকরা কাজ করতেন তারা প্রাপ্য মজুরির ৬০ শতাংশ পাবেন বলে ধার্য করা হয়েছিল। এবার তা আরো ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে। সোমবার (৪ মে) রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, এর আগে শ্রমিকরা এপ্রিলের মজুরি হিসেবে বেতনের ৬০ শতাংশ পাবেন বলে সরকার-কারখানা মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কয়েকটি শ্রমিক সংগঠনের বেতন বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে তা আরও ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে। এরই মাঝে এপ্রিলের মজুরির হিসাব চূড়ান্ত হয়ে যাওয়ায় বর্ধিত মজুরির এই ৫ শতাংশ শ্রমিকরা মে মাসের মজুরির সঙ্গে পাবেন বলে জানানো হয়। এছাড়া ঈদের আগে শ্রমিকদের উৎসব বোনাস নিয়ে আগামী সপ্তাহে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি