| রবিবার, ১৭ মে ২০২০
মোঃ শরীফুজ্জামান,বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির প্রয়াসে বায়োসেফটি ও ব্যক্তিগত সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৭ মে ) দুপুরে বাসাইল উপজেলা প্রশাসন মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার , বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বাসাইলের বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের কর্মচারিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না বলেন,“ করোনা এমন একটি মহামারি ভাইরাস যা থেকে বাচতে হলে নিজেকে জানতে হবে পাশাপাশি মানতেও হবে । শুধু নিজে জানলে এবং মানলেই হবে না সমাজের সকলকেই জানাতে ও মানতে হবে। পূর্বের ন্যায় সামনের সময়েও করোনা মোকাবেলায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ”
উক্ত কর্মশালায় চলমান করোনা ভাইরাসের ছোবল হতে নিজেকে সুরক্ষিত রাখা এবং এর প্রতিরোধ বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাসাইলের কৃতি সন্তান ঢাকা বিশ^বিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক শিক্ষার্থী মাইক্রোবায়োলজিষ্ট আতিকুর রহমান নাহিদ।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি