| শনিবার, ০২ মে ২০২০
বিদেশ থেকে আসছে রেলওয়ের আরও ৫০ টি লাগেজ ভ্যান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সারা দেশে রেলওয়ের মাধ্যমে শাক সবজিসহ বিভিন্ন পন্য পরিহনের জন্য বিদেশ থেকে আরও ৫০টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করছে বাংলাদেশ রেলওয়ে এবং শীতাতপ নিয়ন্ত্রিত হবে এসব লগেজ ভ্যান । এসব লাগেজ ভ্যানে মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে। আজ শনিবার (২ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারী কলেজ মাঠে ত্রাণ বিতরণকালে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান । এসময় মন্ত্রী আরও বলেন,দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হয়েছিল। কিন্তু করোনা ভাইরাস এসে আমরা কিছুটা হোচট খেয়েছি। এই সংকট থেকে উত্তোরণের জন্য একা একা খাবার খাবেন না । নিজের প্রতিবেশীর খোজ খবর নিন। যারা না খেয়ে আছে তাদেরকে ব্যক্তি ও সংগঠনের উদ্দ্যোগে খাবার পৌছিয়ে দিন । সবাই মিলে এসব দায়িত্ব নিলে এ সংকট কেটে যাবে। মন্ত্রী তার নিজ নির্বাচণী এলাকায় দেবীগঞ্জ সরকারী কলেজ মাঠে করেনার কারণে কর্মহীন ও দুস্থ্য মানুষের মাঝে ত্রান বিতরনের সময় এসব কথা বলেন । এসময় তিনি প্রায় ৫শতাধিক কর্মহীন ও দুস্থ্য মানুষের মাঝে ত্রান বিতরণ করেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পলিশ সুপার নাইমুল হাছান,দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, নির্বাহী অফিসার প্রত্যয় হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমূখ ।
Posted ১২:১৮ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি