তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | সোমবার, ৩০ আগস্ট ২০২১
তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রফিক (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত দর্জিপাড়া গ্রামের ঈদগ্রাহ’র নিকটস্থ স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত রফিক ওই গ্রামের আব্দুস সামাদের পুত্র।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রফিক কয়েক বছর ধরেই ওই গ্রামের খন্দকার সামসুদ্দোহা নিয়াজিদের কৃষি কাজে নিয়মিত কাজ করে আসছিলেন শেষে চা বাগানের সেচপাম্প ঘরে রাখা তার বাইসাইকেলটি আনতে যায়। হঠাৎ ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকলে সাইকেলটি ধরা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়দের দ্রæত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.পলাশ চন্দ্র সাহা তাকে মৃত ঘোষণা করেন।
খন্দকার সামদ্দোহা নিয়াজিদ জানান, বিকেলে রফিক আমার বেগুন ক্ষেতে কীটনাশক স্প্রে করে। পরে সে আমার বাসার গরুগুলোর জন্য ঘাস কেটে সেগুলোর নেয়ার জন্য চা বাগানের সেচপাম্প ঘরে রাখা তার বাইসাইকেলটি আনতে যায়। পুরো সাব মারসিবল সেচপাম্প ঘরটি টিনের বেড়া থাকায় ঘরটি বিদ্যুতায়িত হলে বাইসাইকেলে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে ওই এলাকা দিয়ে যাওয়া দুই নারী তাকে শুকঁনো বাশেঁর সাহায্যে তাকে উদ্ধার করে। খবর পেয়ে দ্রæত সেখানে যাই।
এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হচ্ছে। তবে এ বিষয়ে নিহতদের পরিবারের সদস্যরা কোন ধরনের অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। # ৩০/০৮/২১
Posted ২:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি