তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
মহামারি করোনা অস্বাভাবিকভাবে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ। গতকাল বিকেলে শিশুস্বর্গ ফাউন্ডেশন এবং আজিমুর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মুহাম্মদ ইউসুফ আলীর হাতে ৪ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন শিশুস্বর্গ প্রতিষ্ঠাতা ও পরিচালক কবীর আকন্দ।
এর আগে গত ১৫ জুলাই এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় তেঁতুলিয়ায় প্রথম পাঁচটি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে প্রদান করে প্রতিষ্ঠানটি। উপজেলা ও জেলায় কেউ করোনা আক্রান্ত হওয়ার পর জরুরী ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হলে তা বিনামূল্যে প্রদান করতে উদ্যোগ গ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি।
২০১০ সাল হতে জন্মলগ্ন হতে স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি অগণিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সীমান্ত অঞ্চলের অসহায়, সুবিধাবঞ্চিত ও গরীব মেধাবী শিশুদের শীতবস্ত্র, ঈদবস্ত্র, শিক্ষা উপকরণ, উপবৃত্তি বিতরণ করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে।
এ প্রতিষ্ঠানের অর্থায়নে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ জন হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী অধ্যয়ন করছে। অনেকে অধ্যয়ন শেষ করে সরকারী-বেসরকারি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কর্মজীবনে প্রবেশ করেছে।
এছাড়া এলাকার স্বল্প শিক্ষিত কিশোর-তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে আসছেন। পিছিয়ে পড়া নারীদের সমিতির মাধ্যমে নারীদের মাঝে গাভী দিয়ে আত্মনির্ভরশীল স্বাবলম্বীকরণ ও শিক্ষিত নারীদের আত্মদক্ষতা বৃদ্ধিতে শিশুস্বর্গ স্বাবলম্বী প্রকল্প হাতে নিয়েছে।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি