মোঃ আকবর আকবর | রবিবার, ১১ অক্টোবর ২০২০
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর উদ্যোগে আগামীকাল সোমবার দুপুরের পর আইনজীবী অডিটরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. এ.জে. মোহাম্মদ আলী।
সম্মেলনের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. ফজলুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জাকির হোসেন, বিএনপি কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে অ্যাড. মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাড. মো. আবদুস সাত্তার সরোয়ার, অ্যাড. কামরুল ইসলাম সাজ্জাদ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী।তিনি উক্ত সম্মেলনকে সাফল্য মন্ডিত ও সার্থক করতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা ইউনিট নির্বাচন উপলক্ষে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন, কমিটির সদস্যরা হলে, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড.দেলোয়ার হোসেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড . নাজিম উদ্দিন , সিনিয়র আইনজীবী এড. আব্দুস সাত্তার সরওয়ার, সিনিয়র আইনজীবী এড. কামরুল ইসলাম,নির্বাচন কমিশনার আব্দুস সাত্তার সারওয়ার দৈনিক সাঙ্গুকে বলেন, সাভাপতি পদে এড.এসএম বদরুল আনোয়ার, সিনিয়র সহ সভাপতি পদে,এড.রফিক আহমদ , সাধারণ সম্পাদক পদে এড.মোঃ হাসান আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছ।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি