পঞ্চগড় প্রতিনিধি | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানাতে পুস্পার্ঘ অর্পন করতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সোমবার রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে দিবসটির কর্মসূচির শুভ সূচনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান । পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জহুরুল ইসলাম,জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। পুস্পার্ঘ অর্পনের পর শহীদ আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকালে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে দিবসটি ঘিরে সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কবিতা পাঠ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেনো ও কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়,বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম,পঞ্চগড় মহিলা কলেজের অবঃ শিক্ষক হাসনুর রশিদ বাবু,বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহনকারী প্রতিযোগীরা।
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি