| সোমবার, ০৬ জুলাই ২০২০
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরল স্থল বন্দর পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রানালয়ের মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি। আজ সোমবার দুপুরে দিনাজপুুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া এলাকায় স্থল বন্দর পরিদর্শন করেন রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন, এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রানালয়ের পতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
স্থল বন্দর পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন বলেন, এটি দেশের একমাত্র স্থলবন্দর যা ব্যবহার করে একই সাথে রেল ও সড়ক পথে বাংলাদেশ থেকে ভারত, ভুটান নেপালে পণ্য আমাদনি-রপ্তানি করা যাবে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, এরই মধ্যে বিরল স্থলবন্দরের কার্যক্রম শুরু করার লক্ষ্যে ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবি চেকপষ্টের নির্মান কাজ শুরু হয়েছে। এখন স্থলবন্দর থেকে ভারতের অভ্যন্তরে দেড়শ গজের সংযোগ সড়ক নির্মাণ হলেই শুরু হবে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
সূধী সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী প্রমূখ।
এম আর মিলন
মোবা : ০১৭৭২৯৩৩৬৮৮
তারিখ : ০৬-০৭-২০২০
দিনাজপুর।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি