| সোমবার, ২৯ জুন ২০২০
মোঃকবির হোসেন টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলায় করোনা স্যাম্পল সংগ্রহের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত বিশেষায়িত গাড়ীর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) বিকেলে বিশেষায়িত গাড়ীর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।এসময় জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেন, করোনা সন্দেহে স্যাম্পল প্রদানের জন্য ডাক্তারের কাছে যাওয়া ও আসা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। কারন, যাওয়া বা আসার পথে অন্যদের সংক্রমিত করার ঝুঁকি রয়েছে। এই বিশেষায়িত গাড়ী রোগীর বাড়ী থেকে স্যাম্পল সংগ্রহ করবে। এতে স্বাস্থ্য ঝুঁকি অনেক কম ও স্বাস্থ্যকর্মীগণ পিপিই পরিধান করা ছাড়াই স্যাম্পল সংগ্রহ করতে পারবেন। এতে পিপিই পরিধানের কষ্ট ও খরচটাও সাশ্রয়ী হবে।
Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি