| শনিবার, ০৬ জুন ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃ
সারা পৃথিবীতে করোনা ভাইরাসের তাণ্ডব চলছে। আক্রান্ত সংখ্যা ৬৮ লাখ পার হওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যা প্রায় ৪ লাখ ছুঁই ছুঁই করছে। প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
এরই মধ্যে সবার আগে সুসংবাদ নিয়ে এলো ওশেনিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্র ফিজি। আয়তনে বিশ্বের ১৫৬ তম এই রাষ্ট্র শুক্রবার নিজেদেরকে করোনাভাইরাস-মুক্ত ঘোষণা করেছে।
দেশটিতে মোট জনসংখ্যা আছে ৮৫৮০৩৮ জন,৩৩২ টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত হলেও শুধুমাত্র ১০৬ টি দ্বীপে মানুষের বসবাস রয়েছে। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী এখানে সর্বোচ্চ ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।
নিজের দেশের করোনা মুক্তির সুসংবাদ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা এক টুইটে জানান, ফিজির সবশেষ কোভিড–১৯ রোগীটি কেও সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে ফিজিতে সর্বপ্রথম মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হয়েছিল। প্রাণঘাতী এই রোগটি যাতে মহামারী আকারে ছড়াতে না পারে সেজন্য দেশটির সরকার খুব দ্রুত করোনা বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।সীমান্ত নিয়ন্ত্রণেও বেশ কঠোর অবস্থানে ছিল তারা।
দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামার মতে, প্রার্থনা, সচেতনতা,পরিশ্রম ও বিজ্ঞানের মধ্য দিয়ে তারা করোনাকে সহজভাবে জয় করতে সক্ষম হয়েছে।
ফিজিতে প্রতি বর্গ কিলোমিটারে ৪৬.৪ এত জন লোকের বসবাস।
এর চেয়ে কম ঘনত্বের রাষ্ট্রেও করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।
প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে সচেতনতার পাশাপাশি সরকারিভাবে কঠোর সিদ্ধান্ত গ্রহণের কোনো বিকল্প নেই।
Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি