| বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
মো.তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার নিশ্চিতকরণে মাস্ক না পরায় ২০জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌরশহরে যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রী বহন এবং মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে ড্রাইভার এবং সুপারভাইজার সহ পথচারীদের ২০টি মামলায় ৬হাজার ১ শত ২০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার জানান, অতিরিক্ত যাত্রী বহন এবং মাস্ক পরিধান না করায় এ জরিমানা করা হয়। এরই সাথে জরিমানা দাতাদের মাস্ক ব্যবহারে বাধ্য ও অতিরিক্ত যাত্রী বহন না করতে নির্দেশনা দেওয়া হয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি