| মঙ্গলবার, ২৩ জুন ২০২০
মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ করোনা যুদ্ধে জয়ী হয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ড্রাইভার মো. মানিক।
ড্রাইভার মো. মানিক করোনায় সুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফরোজ সুলতানা লুনা সোমবার তাঁকে লাল গোলাপের শুভেচ্ছা ও ছাড়পত্র প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সুজয় চক্রবর্তী।
অন্যদিকে একই দিনে করোনায় সুস্থ হওয়ায় রহুল আমিন ও সিএইচসিপি এর পলাশবাড়ী ইউনিয়নের ডুংডুংগি হাট কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো. গোলাম সামদানী কে লাল গোলাপের শুভেচ্ছা ও ছাড়পত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২৩ জনের মধ্যে ১৮জন সুস্থ এবং একজনের মৃত্যু হয়েছে।
Posted ৩:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি