| শনিবার, ২৭ জুন ২০২০
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জে অতি বর্ষণে পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে অতি বর্ষণে পানিবন্দী হয়ে স্কুল ও পড়শীর বাড়িতে আশ্রয় নেয়া পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী ও শিশুদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। উপজেলার ভোগনগর ইউনিয়নের গান্ডারা, মরিচা ইউনিয়নের বাদলাপাড়া ও ডাঙ্গারহাট এলাকার ৮০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন।
Posted ৩:২০ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি