মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
দিনাজপুরের বীরগঞ্জে পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ও মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৬টায় উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়া পুটিরপুল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মুরগীবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একই এলাকার প্রদীপ ঘোষের স্ত্রী ও তিন সন্তানের জননী প্রার্থ রানী ঘোষ(৪০) এর মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনার পর বীরগঞ্জ থানার এসআই রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশকে অবগত করেছেন।
অন্যদিকে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার যদুর মোড় নামক স্থানে মোটরসাইকেলযোগে নিজ বাসায় যাওয়ার পথে বিআরডিসির একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ভোগনগর ইউনিয়নের কৃষ্টপুর কালাপুকুর গ্রামে জিল্লুর রহমানের ছেলে রুবেল ইসলাম (২৮) গুরুত্বর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। রুবেলের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে পুলিশ হস্তান্তর করলে শুক্রবার সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
Posted ১২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি