| শুক্রবার, ০৩ জুলাই ২০২০
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের কালু সরদারপাড়া গ্রামে জাল উঠাতে গিয়ে বজ্রপাতে বাবলু (৪০) নামে একজন নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টায় দিকে বাঘপুকুরে মাছ মারার জাল উঠাতে যান বাবলু ইসলাম। জাল উঠানোর সময় বজ্রপাতে তিনি ঝলসে গিয়ে মাটিতে পড়ে যান এবং সাথে সাথে তার মৃত্যু হয় ।
মৃত বাবলু ইসলাম উপজেলায় ৬ নং নিজপাড়া ইউনিয়নের কালু সরদারপাড়া গ্রামের সাদউল ইসলামের ছেলে। এ খবর নিশ্চিত করেছেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ খালেক সরকার।
Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি