| বুধবার, ০৮ জুলাই ২০২০
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মমতাজ রুনি। মঙ্গলবার দুপুর ১২টায় দিকে বিভিন্ন ওষুধের দোকান এবং মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর শহরের রাজু ফার্মেসী এর প্রেসক্রিপশন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.মোঃ ইউনুস আলী।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি