| বুধবার, ২৬ আগস্ট ২০২০
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বীরগঞ্জ জোন দপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বীরগঞ্জ পৌরশহরের দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নূরানী ও হাফেজিয়া আবাসিক এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের বীরগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী মো.কাজিমুদ্দীনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সির (ভার্চুয়াল) মাধ্যমে শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও রাজশাহী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো.আকরাম হোসেন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমডিএ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো.নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসার সভাপতি আব্দুস সালাম সরকার, পৌরসভার কাউন্সিলর ও অত্র মাদ্রসার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-হাবীব মামুন, অত্র মাদ্রসার সহ সভাপতি আলহাজ্ব মো.মোজাম্মেল হক। পরে বৃক্ষরোপণ শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদতবার্ষিকী ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি