| বুধবার, ১৭ জুন ২০২০
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইলে আরোহী নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার প্রেম বাজার নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা মদ্যপান করে মোটরসাইকেলে গতিবেগে রাস্তায় অবস্থানরত ট্রাক্টরের পিছনে লাগিয়ে দেয়। এতে করে তারা গুরুতর আহত হয়।
পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়ার ইমাজ উদ্দীনের ছেলে আবুল হোসেন (৪২) ও ইব্রাহিম হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৬) ইব্রাহিম হোসেন।
Posted ৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি