| রবিবার, ০৫ জুলাই ২০২০
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ও পলাশবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বীরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, বীরগঞ্জ থানার এস,আই আলন চন্দ্র বর্মণ এর নেতৃত্বে এএস আই রাশেদুল ইসলাম ও মোহম্মদ আলীসহ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৫ টায় মরিচা ইউনিয়নের খামার খড়িকাদাম গ্রামের রিয়াজুল ইসলামের মুদি দোকানের ভিতর থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাশবাড়ী ইউপির ভান্ডেরাই গ্রামের মৃত শহর উল্লাহ্ সরকারের ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৯) কে আটক করেন। বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম মাদকসহ ইতোপূর্বে গ্রেফতার করা হয়েছিল। অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি