মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ সালাম হোসেন আকাশ (২৭) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক সালাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদে, বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল পোর্ট থানার ছোট আঁচড়া মোড়ের হাজী বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি