| বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল সীমান্ত থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ আমজাদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক আমজাদ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, পোর্ট থানায় মোটরসাইকেল চুরির অভিযোগের ভিত্তিতে এসআই শফি আহমেদ রিয়েলের নেতৃত্বে এএসআই আলমগীর হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে চোরাইকৃত মোটর সাইকেলটি সহ আমজাদকে আটক করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হাসানুজ্জামান নামে এক ব্যক্তি বলে জানান পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল জানান, মোটরসাইকেলটি লালমিয়া সুপার মার্কেটের সামনে থেকে বুধবার বিকেলে আমজাদ চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
Posted ৭:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি