মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল | বুধবার, ১১ নভেম্বর ২০২০
বেনাপোলে মাদক বিরোধী অভিযান কালে নিষিদ্ধ মেডিসিন ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার ১০ নভেম্বর রাত সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া বাইপাস সড়ক থেকে মাদকের চালানটি জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান, এএসআই মাসুম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস সড়কে অভিযান চালালে এসময় মাদক ব্যবসায়ীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি