মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ(যশোর): | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
বেনাপোলে সীমান্তের সাদিপুর ও শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৩শ ৯৪ বোতল ফেনসিডিলসহ চর জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (১৫ নভেম্বর) ভোরে সীমান্তের সাদিপুর ও শিকড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, সাদিপুর গ্রামের কাশেম আলীর ছেলে মিজান(২৯) , একই গ্রামের আফছার আলী গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আঁচড় গ্রামের সিরাজ খালাসীর ছেলে আলী মোহন,এবং শিকড়ি গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মিজানুর রহমান।
এদিকে বিজিবি জানায়, আটককৃতদের কাছ থেকে তথ্য অনুযায়ী মাদকের এ চালান বাংলাদেশে এনে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের সাক্কার আলীর ছেলে মফিজুর ও নামাজ গ্রামের মুন্নার কাছে হস্তান্তরের কথা ছিলো তাদের।এদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান তারা।
অপরদিকে তথ্য অনুসন্ধানে জানা যায়,ভারতের পেট্রাপোলের কুতুবের কাছ থেকে মাদকের এ চালান এনেছে আটককৃতরা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান সীমান্তের সাদিপুর এলাক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্ত অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা বস্তার মধ্যে থেকে ১২শ ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের শিকড়ি এলাকা থেকে শরীরের সাথে বাধা অবস্থায় ৭০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত কৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Posted ২:২১ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি