| সোমবার, ২৭ এপ্রিল ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
সাধারন মানুষকে করোনা প্রতিরোধের জন্য সচেতন ও যশোর জেলা লকডাউন ঘোষনা সম্পর্কে অবহিত করার জন্য বেনাপোল ইউনিয়ন পরিষদ মাইকিং করছে।
গনপ্রজতন্ত্রী বাংলাদেশ সকরার বিশ্বের মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে সম্প্রতি যশোর জেলায় প্রায় ৩০ জনের মত সনাক্ত হওয়ায় জেলাকে আজ সকাল থেকে লকডাউন ঘোষনা করেন। এ ঘোষনা সম্পর্কে সকলকে অবহিত করার জন্য বেনাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান বন্দর নগরী বেনাপোল সহ সকল গ্রামে মাইকিং করেন। বিশেষ জরুরী কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হবে না এবং অন্য জেলা থেকে বা আশে পাশের এক গ্রাম থেকে অন্য গ্রামে ও যাতে প্রবেশ না করে তার জন্য প্রচারনা চালান।
তবে জরুরী পরিসেবার মধ্যে চিকিৎসা সেবা, খাদ্যসরবারাহ, বিদ্যুৎ ও গ্যাস ব্যবস্থা চালু থাকবে।
এ ব্যাপারে চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান বলেন, সরকারের ঘোষনা সকলে না জানতে পারে। সকলের বাড়ি বাড়ি হয়ত সংবাদ পৌছানো মাধ্যম নেই। তাছাড়া অনেক মানুষ ও সচেতন না। তারা না জেনে বাড়ি থেকে বের হয়ে অন্যত্র যেতে পারে। তাই প্রতিরোধ করার জন্য সকাল থেকে মাইকিং করে প্রচার প্রচারনা চালনো হয়েছে।
Posted ৮:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি