| সোমবার, ২৩ মার্চ ২০২০
বেনাপোল প্রতিনিধিঃ সারা বাংলাদেশকে গ্রাস করেছে মরন ঘাতিকরোনা ভাইরাস। সারা বাঙালীজাতী মরণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমণের আতংকে দিনযাপন করছে। গরীব অসহায় খেটেখাওয়া মানুষ পরিবার নিয়ে চার দেয়লে বন্ধী। সাভাবিক জীবন যাপনে বাধা। কাজে না গেলে কিস্তি পরিশোধ করবে কিভাবে। করোনা ভাইরাস এর মতো কিস্তি পরিশোধের আতংকে ঘুম হারাম হচ্ছে তাদের ।
বেনাপোল বিভিন্ন খেটে খাওয়া মানুষের আকুতি মিনতি কিস্তির টাকা পরিশোধ নিয়ে।
সারা বাংলাদেশে করোনা ভাইরাস আতংকে ঘরমুখী হচ্ছেন উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন বিত্তের মানুষেরা। এর মধ্যে সাধারণ ভ্যান চালক রিক্সা চালক সহ নিম্ন আয়ের মানুষগুলো রয়েছেন প্রচন্ড আতংকে। বিষয় ঋনের কিস্তির টাকা পরিশোধ।
বিভিন্ন খেটে খাওয়া মানুষের সাথে আলাপকালে জানায় তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন কিন্তু করোনা ভাইরাস জনিত কারনে তারা বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে তাদের কোন ইনকাম নেই সেই ক্ষেত্রে বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋনের কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবেন।
তারা জানান বর্তমানে করোনা ভাইরাসের কারণে কিস্তি মওকুফ করলে তাদের উপকৃত হবেন।
Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি