মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
যশোর র্যাব-৬, ক্যাম্পের সদস্যরা শুক্রবার দুপুরে শার্শা থানাধীন চন্দনপুর একটি রাইস মিলের সামনে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেন্সিডিল সহ কবির হোসেন(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের নওশের আলী ছেলে।
যশোর র্যাব কর্মকর্তা এম সরোয়ার হোসাইন জানান গোপন সংবাদের ভিত্তিতে পাকশী শার্শা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩০২ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
ধৃতআসামী ও জব্দকৃত আলামত সহ শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি