| শুক্রবার, ০৬ মার্চ ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ জেসমিন সুলতানা খুশি (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক খুশি বেনাপোল পোর্ট থানার বালুন্ডা পূর্ব পাড়া গ্রামের হায়দার আলীর মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, একজন নারী মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোলের দূর্গাপুর মোড়ে অবস্থান করছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে৷
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি